ঢাকা: রাজধানীর আজিমপুরে ককটেল বিস্ফোরণে রিকশা চালক মো. কেনজুল (২৭) ও আরোহী মোশারফ হোসেন আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর শাখার সামনের রাস্তায় অবরোধ সমর্থকরা এ ককটেল বিস্ফোরণ ঘটায়।
এতে রিকশাচালক কেনজুলের পিঠ এবং আরোহী মোশারফের ঊরু ও হাতে ককটেলের স্প্লিন্টার ঢুকে যায়। আহত দু’জনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত মোশারফ জানান, তিনি আজিমপুর বাসস্ট্যান্ড থেকে রিকশাযোগে তার গনকটুলি হাজারীবাগের বাসায় ফিরছিলেন। পথে আজিমপুর ভিকারুননিসা স্কুলের সামনে পৌঁছালে সামনেই একটি গাড়িতে আগুন জ্বলতে দেখেন। এরপরই তাদের রিকশার ঠিক পাশে ২-৩টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এতে তার ঊরু, হাত ও রিকশার চালক কেনজুলের পিঠে স্প্লিন্টার বিদ্ধ হয়।
পথচারী মো. শাহিন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি, ২০১৫