ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

শার্শায় জাল রুপিসহ আ.লীগ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, জানুয়ারি ১৭, ২০১৫
শার্শায় জাল রুপিসহ আ.লীগ নেতা আটক ছবি: প্রতীকী

বেনাপোল(যশোর): যশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে ভারতীয় ১ লাখ জাল রুপিসহ ওবায়দুর রহমান(৪৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে গোয়েন্দা(ডিবি)পুলিশ।  

শনিবার(১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।



ওবায়দুর রহমান শার্শার ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চন্দ্রপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ওবায়দুর রহমান দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিলেন। শুধু তাই নয়, নিজ বাড়িতে নকল সার তৈরি করায় এর আগে শার্শা উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সার তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।