ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদার সঙ্গে দেখা হলো না অ্যাব নেতাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, জানুয়ারি ১৭, ২০১৫
খালেদার সঙ্গে দেখা হলো না অ্যাব নেতাদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

গুলশান কার্যালয় থেকে: ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর নেতাদের গুলশান কার্যালয়ের সামনের ৯০ নম্বর সড়ক থেকেই ফিরিয়ে দিলো পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি)  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুননবী মজুমদার বাবলা ও সদস্য সচিব হাসান জাফির তুহিনসহ সংগঠনটির ১০/১২ জন নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য তার গুলশান কার্যালয়ে আসেন।


 
এ সময় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে ৮৬ নম্বর সড়কের মাথায় অবস্থানরত পুলিশ সদস্যরা অ্যাব নেতাদের ৯০ নম্বর সড়কেই আটকে দেন।
 
এরপর প্রায় আধা ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে দেন-দরবার চালিয়ে যান অ্যাব নেতারা। কিন্তু কোনো অবস্থাতেই পুলিশকে রাজি করাতে পারেননি তারা।
 
অবশেষে সন্ধ্যা ৭টার দিকে অ্যাবের সদস্য সচিব হাসান জাফির সংবাদিকদের বলেন, আমরা অবরুদ্ধ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিন্তু পুলিশ আমাদের দেখা করতে দেয়নি।
 
খালেদা জিয়া ঘোষিত আন্দোলন কর্মসূচির প্রতি তাদের পূর্ণ সমর্থন আছে জানিয়ে তিনি বলেন, সারাদেশের কৃষিবিদদের পক্ষ থেকে এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।
 
আমরা আশা করছি, খুব শিগগিরই আন্দোলনের সুফল আসবে। এই অগণতান্ত্রিক সরকারের হাত থেকে দেশের মানুষ মুক্তি পাবে। বলেন হাসান জাফির।
  
 বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।