ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা চালিয়েছে অবরোধ সমর্থক দুর্বৃত্তরা। এতে একই পরিবারের তিনজনসহ কমপক্ষে পাঁচ যাত্রী দগ্ধ হয়েছেন।
আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার ভাঙা মসজিদের কাছের সড়কে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ ও আহতরা হলেন নূরজাহান (৩০), বিল্লাল হোসেন (২৬), আরমান (৪৫), আবু তাহের (৮৫), তার ছেলে আবু বকর (৩০) ও মো. সুজন (২২) এবং মনোয়ারা (৬০)। এদের মধ্যে সুজন ও মনোয়ারা বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আহত সুজন বাংলানিউজকে জানান, পাবনার গ্রামের বাড়ি থেকে রাত ৯টার দিকে ঢাকায় ফেরেন তারা। গাবতলী থেকে লোকাল বাসে ঢাকার বাসা কামরাঙ্গীচরে যাওয়ার সময় বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে অবরোধকারী দুর্বৃত্তরা।
তিনি বলেন, বোমায় আমার বাবা ও ভাইয়ের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। আমার হাতও সামান্য পুড়েছে।
এএসআই সেন্টু জানান, পেট্রোল বোমার আগুনে প্রত্যেকেরই শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। চিকিৎসকরা বলছেন, আহতদের মধ্যে আবু বকরের শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে।
আহতদের হাসপাতালের বার্ন ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
** গুলিস্তানে বাসে আগুন, পেট্রোল বোমাসহ আটক ১
বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫/আপডেট: ২৩৩৩ ঘণ্টা