ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

মানিকগঞ্জ আ’লীগের সভাপতি মহীউদ্দিন, সম্পাদক সালাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২০, জানুয়ারি ১৮, ২০১৫
মানিকগঞ্জ আ’লীগের সভাপতি মহীউদ্দিন, সম্পাদক সালাম গোলাম মহীউদ্দি ও আবদুস সালাম

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন আর সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আবদুস সালাম।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে টাউন হল মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়।



সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

দীর্ঘ এক যুগ পর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন।

আর কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট আব্দুস সালাম। তিনি ১২৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গাজী কামরুল হুদা সেলিম পেয়েছেন ১০৩ ভোট।

বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।