ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে হরতালে র‌্যাবের গাড়ি লক্ষ্য করে ককটেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
রাজশাহীতে হরতালে র‌্যাবের গাড়ি লক্ষ্য করে ককটেল

রাজশাহী: রাজশাহী বিভাগের আট জেলায় বিএনপির ডাকে ৩৬ ঘণ্টার হরতাল চলছে।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে হরতাল শুরুর দিকে মহানগরীতে বিএনপির নেতাকর্মীদের কোনো তৎপড়তা লক্ষ্য করা না গেলেও বিচ্ছিন্নভাবে পিকেটিংয়ের চেষ্টা করছে শিবির।

তবে অবরোধ এবং হরতালকে কেন্দ্র করে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ায় যায়নি।    

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে রাজশাহী কলেজের সামনে হরতালের সমর্থনে রাস্তায় আগুন দিয়ে পিকেটিং করে ছাত্রশিবিরকর্মীরা। এ সময় র‌্যাবের একটি টহল ঘটনাস্থলে গেলে শিবিরকর্মীরা তাদের গাড়ি লক্ষ্য করে ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। তবে ককটেলটি লক্ষ্যভ্রষ্ট হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া কোর্ট এলাকা হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করে তারা।

এদিকে, বিচ্ছিন্ন এসব ঘটনা ছাড়া হরতাল চলাকালে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মহানগরীর কোথাও কেনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে বর্তমানে গোটা শহর জুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সড়কসমূহে পুলিশ, র‌্যাব ও বিজিবি টহল দিচ্ছে।  

অবরোধ ও হরতালের কারণে এদিন রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

রোববার সকাল থেকে বন্ধ রয়েছে আন্তঃজেলা রুটের বাসও। তবে মহানগরীর বিভিন্ন সড়কে রিকশা, অটোরিকশা মোটরসাইকেল, সিএনজি, মিশুকসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে খুলনাগামী আন্তঃনগর ট্রেন কপোতক্ষ এক্সপ্রেস ট্রেনসহ বিভিন্ন রুটের আন্তঃনগর এবং লোকাল মেইল ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। ফলে রেলপথে চরম সিডিউল বিপর্যয় ঘটলেও রাজশাহী থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খুলতে শুরু করেছে ছোট ছোট দোকানপাট। ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান খোলা থাকলেও এদিন মূলত কোনো বড় ধরনের লেনদেন হচ্ছে না।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানিয়েছেন, হরতালকে কেন্দ্র করে মহানগরী জুড়ে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের কঠোর অবস্থানের কারণে এখন পর্যন্ত ছাত্রশিবির কর্মীরা কোথাও দাঁড়াতে পারেনি। এছাড়া পিকেটিং বা সড়ক অবরোধসহ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলেই পুলিশ তাৎক্ষনিকভাবে সেখানে পৌঁছে যাচ্ছে।  

তিনি আরও জানান, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত অবরোধ ও হরতালে নাশকতার অভিযোগে বিএনপির চারজন সন্দেহভাজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া মহানগরীর চার থানায় বিভিন্ন অভিযোগ ও মামলায় আরও ২৩ জন আটক রয়েছে বলে জানান তিনি।  

চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগের ৮ জেলার ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে শিবগঞ্জের কানসাটে ‘বন্দুকযুদ্ধ’-এ ছাত্রদল নেতা মতিউর রহমান এম (৩০) নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করেছে র‌্যাব। মতিউর রহমান এম (৩০) শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গুহিপাড়া গ্রামের উপসাত রহমান মন্টু আলীর ছেলে ও শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।