ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কূটনৈতিকপাড়ায় কড়া পাহারা, খালেদার অফিসে লাইভ ক্যামেরা

আসাদ জামান ও সাঈদ শিপন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
কূটনৈতিকপাড়ায় কড়া পাহারা, খালেদার অফিসে লাইভ ক্যামেরা ছবি: রাশেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গুলশান কার্যালয় ও কূটনৈতিপাড়া ঘুরে: গুলশান ও বারিধারার কূটনৈতিকপাড়ায় কড়া পাহারা বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনেও বসানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর লাইভ ক্যামেরা।


 
রোববার (১৮ জানুয়ারি) গুলশান-বারিধারার কূটনৈতিকপাড়া ও খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়  সরেজমিন ঘুরে এ-চিত্র দেখা গেছে।
 
সকাল সাড়ে ৯টায় খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ডিএমপির মিডিয়া সেন্টারের লাইভ ক্যামেরা স্থাপন করেন ডিএমপির কনস্টেবল মাহবুদ হোসেন ও কামরুল আহসান।
 
এর মাধ্যমে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সার্বিক চিত্র ও তথ্য সরাসরি জানাচ্ছেন ডিএমপির সদর দপ্তরকে।
 
জানতে চাইলে মাহবুদ হোসেন বাংলানিউজকে বলেন, এখানকার সার্বিক চিত্র ডিএমপির মিডিয়া সেন্টারকে সরাসরি জানাতেই আমাদের এ উদ্যোগ। বিশেষ বিশেষ দিনে আমরা এ ব্যবস্থা নিয়ে থাকি। আজকে এ এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সার্বিক চিত্র ধারণ করে তা সরাসরি ডিএমপির মিডিয়া সেন্টারকে অবহিত করছি।
 
এদিকে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনের সড়কের উত্তর ও দক্ষিণ পাশে অন্যদিনের তুলনায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের সদস্য সংখ্যা। আনা হয়েছে দাঙ্গাপুলিশ। লোকজন চলাচলের ক্ষেত্রে আরোপ করা হয়েছে কড়াকড়ি।
 
কেবল আবাসিক ভবনের বাসিন্দারা এবং পরিচয়পত্র দেখিয়ে সংবাদকর্মীরাই খালেদা জিয়ার কার্যালয়ের সামনের সড়ক দিয়ে চলাচল এবং অবস্থান করতে পারছেন।
 
কড়া পুলিশি প্রহরার কারণ জানতে চাইলে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তা (এসআই) শরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ও কূটনীতিকপাড়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 
এদিকে গুলশান ও বারিধারার আবাসিক এলাকা ও কূটনৈতিকপাড়ার সব প্রবেশমুখে কড়া পুলিশিশ পাহারা বসানো হয়েছে।
 
রোববার সকাল থেকেই বারিধারা ডিওএইচএস, বনানী, হাতিরঝিল, নতুন বাজার, নদ্দা-কালাচাঁদপুরসহ গুলশানে ঢোকার সব পথে মোটরসাইকেল, বাইসাইকেল, সিএনজি অটোরিকশা, রিকশা, রিকশা ভ্যান, কাভার্ড ভ্যান নিয়ে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
 
কেবল এসব এলাকার আবাসিক বাসিন্দারা তাদের ব্যক্তিগত গাড়ি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। তবে কয়েক স্তরে চেকপোস্ট ফেস করার পর।
 
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

** যেভাবে কাটছে ‘অবরুদ্ধ’ খালেদার দিন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।