কুমিল্লা: কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির দুই কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ছয় রাউন্ড গুলি ও একটি টিয়ারশেল নিক্ষেপ করে।
আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সকালে হরতালের সমর্থনে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে চকবাজার এলাকায় আসে। একপর্যায়ে সেখানে থাকা ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
পরে পুলিশ শটগানের গুলি ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বাংলানিউজকে জানান, তিনি বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন। এ ব্যাপারে পরে কথা বলবেন।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫