ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চান্দিনায় বাসে অগ্নিসংযোগ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
চান্দিনায় বাসে অগ্নিসংযোগ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাত্রীবিহীন থামানো বাসে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।



স্থানীয় সূত্রে জানা যায়, নূরীতলা গ্রামের জহিরুল ইসলাম কুমিল্লা-হোমনা সড়কে চলাচলকারী একতা পরিবহনের বাস (চট্ট-জ-১১৫৬) চালান। অবরোধে গাড়ি চালাতে না পেরে বাড়ির সামনে মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে রাখেন। সকালে অজ্ঞাতনামা ১০/১২ জন অবরোধকারী এসে ওই বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন এসে মহাসড়কের কাজে ব্যবহৃত বালু ও পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।