নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। সাইফুল ইসলাম বন্দর থানা জামায়াতের সক্রিয় নেতা।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বন্দরের মদনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বন্দর থানার ওসি নজরুল ইসলাম গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন।
গত ৫ জানুয়ারি বন্দরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় বন্দর থানায় দায়েরকৃত দু’টি মামলার আসামি সাইফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫