ঢাকা: ৭ দফা দাবি আদায় না হওয়া ও গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত সাংবাদিকদের আন্দোলন চলবেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ ।
রোববার (১৮ জানুয়ারি) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ আয়োজনে জাতীয় প্রেসক্লাবে হামলা,বন্ধ গণমাধ্যম খুলে দেয়া,সাংবাদিক নির্যাতন বন্ধ,সেন্সরশিপ প্রত্যাহার,সম্প্রচার নীতিমালা বাতিল,মাহমুদুর রহমানের মুক্তি ও সাগর-রুনির প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
‘দেশে গণতন্ত্র নেই’ অভিযোগ করে শওকত মাহমুদ বলেন, গণতন্ত্র না থাকলে সাংবাদিকতা করা যায় না আর তাই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সাংবাদিকরা তাদের আন্দোলন চালিয়ে যাবে।
এ সময় তিনি বলেন, গণতন্ত্রের এই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্থ হবে আগামীতে ২০ দলীয় জোট ক্ষমতায় আসলে ক্ষতিপূরণ হিসেবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে শওকত মাহমুদ বলেন, সাংবাদিকদের ৭ দফা দাবি মেনে নিন এবং গণতন্ত্রের জন্য একটি ফলপ্রসূ সংলাপে বসুন। যদি তা করা না হয় তবে গণঅভ্যুত্থানের সৃষ্টি হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শওকত মাহমুদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী ,বিএফইউজের মহাসচিব এম.এ.আজিজ, ডিইউজের সাবেক সভাপতি আব্দুস শহীদ ,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান সহ সাংবাদিক নেতারা ।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪