বগুড়া: অনির্দিষ্টকালের অবরোধ ও ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে বগুড়ার ইয়াকুবিয়া মোড় ও মাটিডালী বিমান মোড় এলাকায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও যুবদল।
রোববার (১৮ জানুয়ারি) তারা এ মিছিল-সমাবেশ করে।
জানা যায়, রোববার বেলা সোয়া ১১টার দিকে মাটিডালী বিমান মোড় এলাকায় মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে বিএনপি।
এ সময় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ ঘোষিত লাগাতার ৩৬ ঘণ্টার হরতাল, ১২ ঘণ্টা বাড়িয়ে ৪৮ ঘণ্টা করার ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।
এদিকে, কর্মসূচি শেষে পুলিশ ৯ বিএনপি নেতাকর্মীকে আটক করে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে জানান, নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে মাটিডালী বিমান মোড় এলাকা থেকে ৯ জনকে আটক করা হয়েছে।
এরআগে, সকাল সাড়ে ৯টার দিকে শহরের শেরপুর রোড ইয়াকুবিয়া মোড়ে জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে ও সভাপতিত্বে মিছিল ও সমাবেশ করে বগুড়া বিএনপি। সেখানে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, জনগণই সব ক্ষমতার উৎস। অস্ত্রের ভয় দেখিয়ে বিএনপিকে দমানো যাবে না। কারণ বিএনপির সঙ্গে জনগণ আছে। আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগের কথা মতো দেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে বিশেষ বাহিনীতে পরিণত হবেন না।
কর্মসূচি চলাকালে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ছাড়াও জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সিনিয়র সদস্য রেজাউল করিম বাদশা, সহ-সভাপতি আলী আজগর তালুকদার হেনা, সহ-সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, শহীদ-উন-নবী সালাম, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন, জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার, সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, জেলা জাসাসের সভাপতি দেলোয়ার হোসেন পশারী হিরুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫