মাদারীপুর: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও রিয়াজ রহমানের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জেলা বিএনপি।
সকাল ৮টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহানদার আলী জাহানের নেতৃত্বে হরতালের সমর্থনে পৌরসভা সংলগ্ন প্রধান সড়কে পিকেটাররা টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে।
এছাড়া আর কোনো অপ্রীতীকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, মাদারীপুরে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ডাক দিয়েও তা প্রত্যাহার করে নেয় ছাত্রদল। তবে বৃহত্তর ফরিদপুর জেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। সকাল থেকে মাদারীপুরের বিএনপি নেতাকর্মীরা এ হরতাল পালন করছে।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫