ধামরাই (ঢাকা): নাশকতার চেষ্টার অভিযোগে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধামরাই উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুম খাঁনসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে ধামরাইয়ে নাশকতা চালাতে পারে যুবদল এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫।