ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপির ২৪ নেতাকর্মী জেল হাজতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, জানুয়ারি ১৮, ২০১৫
খাগড়াছড়িতে বিএনপির ২৪ নেতাকর্মী জেল হাজতে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: বিভিন্ন মামলায় খাগড়াছড়িতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৪ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ওই নেতাকর্মীরা জামিন চাইতে গেলে খাগড়াছড়ির আমলী আদালত আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।



৫ জানুয়ারি খাগড়াছড়িতে সংগঠিত ঘটনায় জেলা ছাত্রলীগের সেক্রেটারি মংসাপ্রু মারমা ও পুলিশ বাদী পৃথক মামলার আসামি ছিলেন তারা।

এদিকে খাগড়াছড়িতে বিএনপির ডাকা অবরোধের কোনো প্রভাব না থাকলেও হঠাৎ করে রোববার ভোরে জেলার মানিকছড়িতে একটি মিনি ট্রাক ও জীপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।