ঢাকা: রাজধানীর লালবাগে বিজিবি-১ নম্বর গেট সড়কে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় তারা এ মিছিল বের করে।
এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পূর্ব শাখা শিবিরের প্রচার সম্পাদক আবদুল কাদির। এ সময় আরও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা আবুল কাশেম, বিএনপি নেতা ইলিয়াস হোসেন, লালবাগ ছাত্র শিবিরের সভাপতি মাসুম বিল্লাহসহ ২০ দলীয় জোট নেতারা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। রোববার অবরোধের ১৫তম দিন।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫