ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

অবরোধ সমর্থনে লালবাগে ২০ দলীর জোটের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, জানুয়ারি ১৮, ২০১৫
অবরোধ সমর্থনে লালবাগে ২০ দলীর জোটের বিক্ষোভ মিছিল

ঢাকা: রাজধানীর লালবাগে বিজিবি-১ নম্বর গেট সড়কে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় তারা এ মিছিল বের করে।



এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পূর্ব শাখা শিবিরের প্রচার সম্পাদক আবদুল কাদির। এ সময় আরও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা আবুল কাশেম, বিএনপি নেতা ইলিয়াস হোসেন, লালবাগ ছাত্র শিবিরের সভাপতি মাসুম বিল্লাহসহ ২০ দলীয় জোট নেতারা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। রোববার অবরোধের ১৫তম দিন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।