ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

সিরাজগঞ্জে হরতাল বিরোধী মিছিল সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, জানুয়ারি ১৮, ২০১৫
সিরাজগঞ্জে হরতাল বিরোধী মিছিল সমাবেশ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হরতাল বিরোধী মিছিল সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় মিছিলটি সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।



এসময় হরতাল প্রত্যাখ্যান করে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল খান, সদর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সাত্তার শিকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, আসাদ উদ্দিন পবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলা সজল ও সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম জেহাদ, পৌর যুবলীগের আহ্বায়ক এমদাদুল হক প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতা মতিউর রহমান বন্দুকযুদ্ধে নিহত হওয়ার প্রতিবাদে রাজশাহী বিভাগীয় ২০ দলীয় জোট রোববার (১৮ জানুয়ারি) থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল আহ্বান করে।

এ হরতালের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ হরতাল বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।