ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

প্রধানমন্ত্রীই সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, জানুয়ারি ১৮, ২০১৫
প্রধানমন্ত্রীই সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রফিকুল ইসলাম মিয়া

ঢাকা: দেশে যে সংকট চলছে তা প্রধানমন্ত্রী অবশ্যই দেখছেন। আমি একেবারে আশাহীন ব্যক্তি না।

প্রধানমন্ত্রী অবশ্যই এ সংকট নিরসনে উদ্যোগ নেবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
 
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বিবিসির ১০০তম বাংলাদেশ সংলাপে অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
 
তবে রফিকুল ইসলাম মিয়ার সঙ্গে একমত হতে পারেননি সংলাপের অন্য অতিথি অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তাই সন্ত্রাসী দলের সাথে কোনো আলোচনা নয়।
 
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, আওয়ামী লীগ এখন বিএনপিকে রাজনৈতিক দলই মনে করে না। তাই তারা আমাদের ওপর অত্যাচার করছে। কিন্তু মনে রাখা দরকার অতীতে পাকিস্তানিদের মতো কেউ বাঙালিদের ওপর অত্যাচার করতে পারেনি। সেই পাকিস্তানিদের যেহেতু ফিরে যেতে হয়েছে। তাই মানুষের ওপর অত্যাচার করে, গুম-হত্যা করে বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না। প্রধানমন্ত্রী অবশ্যই দেশের বর্তমান পরিস্থিতি দেখছেন। আমি আশা করি প্রধানমন্ত্রী অবশ্যই এ সংকট নিরসনে উদ্যোগ নেবেন।
 
দেশে নির্বাচন নিয়ে যে গভীর সংকট সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণের স্থায়ী কোনো সমাধান রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য নির্বাচন বাণিজ্য বন্ধ করতে হবে, দেশ থেকে দুর্নীতি ও লুণ্ঠনের রাজনীতি বন্ধ করতে হবে। তাছাড়া সকল রাজনৈতিক দল যদি চাই তবে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। তবে শুধু অস্ত্র ও পেশি শক্তি দিয়ে রাজনৈতিক সমস্যার কোনো সমাধান হবে না।
 
রফিকুল ইসলাম  আরও বলেন, দেশে যে অবস্থার সৃষ্টি হয়েছে তা খুবই অনাকাঙ্ক্ষিত। আমরা দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিলাম। কিন্তু তা প্রতিষ্ঠা করতে পারিনি। দেশ এখন কোন দিকে যাচ্ছে সে বিষয়ে আমারও স্পষ্ট কোনো ধারণা নেই। তবে দেশ মারাত্মক ধ্বংসের দিকে যাচ্ছে তা বোঝা যাচ্ছে।
 
তিনি বলেন, দেশের এ সংকটের জন্য আওয়ামী লীগই দায়ী। কারণ তারা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে এ পরিস্থিতির সৃষ্টি করেছে।

প্রধানমন্ত্রী নির্বাচনের আগে বলেছিলেন এটা ধারাবাহিকতার নির্বাচন। প্রয়োজনে আবার নির্বাচন দেওয়া হবে। কিন্তু এখন তারা সেটা করছেন না। তবে আমি মনে করি যারা রাজনীতি করেন তারা দেশের এ সংকটের জন্য কমবেশি দায়ী।
 
বিবিসির বাংলাদেশ সংলাপে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
 
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।