বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপে হেলপার সোহাগ (১৮) নিহত হওয়ার ঘটনায় বিএনপির ৪ নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আটক নেতারা হলেন-উপজেলা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম খান, উপজেলা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম শাহীন, বামরাইল ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সেলিম রাড়ী ও সানুহার এলাকার বিএনপি নেতা সেলিম মৃধা।
এ ঘটনায় উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করবেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম।
বরিশালের পুলিশ সুপার এ.কে.এম এহসান উল্ল্যাহ জানিয়েছেন, ঢাকা বরিশাল মহাসড়কের বামরাইল এলাকায় হরতাল সমর্থকরা পেট্রোল বোমা বা এই জাতীয় কিছু ছুড়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এসময় ট্রাকটি (ফরিদপুর-ট-১১-০১৮৯) খাদে পড়ে আগুন ধরে যায়। এসময় ট্রাকের হেলপার ফরিদপুর জেলার নগরকান্দার শংকরপাশা গ্রামের মো. সাগর মিয়ার ছেলে মো. সোহাগ পুড়ে মারা যান।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫