ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

রাজনৈতিক প্রেক্ষাপট সংসদে তুলে ধরবে বিরোধীদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, জানুয়ারি ১৮, ২০১৫
রাজনৈতিক প্রেক্ষাপট সংসদে তুলে ধরবে বিরোধীদল তাজুল ইসলাম চৌধুরী

ঢাকা: বিরোধীদল দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সংসদে তুলে ধরবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির নেতা ও বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে জাতীয় পার্টির সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।



তিনি বলেন, দেশে যে সহিংসতা চলছে, তা থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে সংসদে আলোচনা করা হবে।

তাজুল ইসলাম বলেন, জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাস করে। তাই, গণতন্ত্র রক্ষার্থে জাতীয় পার্টি ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছিল। এমন পরিস্থিতির সৃষ্টির জন্য নয়।

মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টি পদত্যাগ করবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়নি।

বৈঠকে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য ফিরোজ রশিদ, পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, পল্লীউন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।