ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার আহ্বানে সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাড়ান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
শেখ হাসিনার আহ্বানে সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাড়ান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সসন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মাদ নাসিম।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১৪ দলের জনসভায় তিনি এ আহ্বান করেন।



মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। জামায়াত-বিএনপির চলমান সহিংসতা-নাশকতা প্রতিরোধে আওয়ামী লীগ এবং ১৪ দলের নেতৃত্বে পাড়ায়-পাড়ায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।

৫ জানুয়ারি নির্বাচনে আগে জামায়াত-বিএনপির একই সন্ত্রাসীরা পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের ওপর যেভাবে তাণ্ডব চালিয়েছিল, ঠিক সেই ভাবে এ তারা আজকের জনসভা বানচাল করতে চেয়েছিল।

তারা উপজেলার বিভিন্ন স্থানে সড়কে-সড়কে বেরিকেট দিয়ে জনসভাগামী মানুষকে বাধা দিয়েছে, তাদের ওপর হামালা চালিয়েছে, মারপিট করেছে।

তিনি আরও বলেন, ক্ষমতার নেশায় পাগল হয়ে খালেদার নির্দেশে দেশজুড়ে এ তাণ্ডব চালাচ্ছে বিএনপি-জামায়াত। তাদের উদ্দেশে বলছি, কোনো লাভ হবে না। আগামী ২০১৯ সালের একদিন আগেও এ দেশে কোনো নির্বাচন হবে না।

জনসভায় সভাপতিত্ব করেন, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি তোফাজ্জল হোসেন সরকার।

এতে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাম্যবাদী দলের বিরেণ সাহা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, জেলা গোবিন্দগঞ্জ আসনের এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনের এমপি ডা. ইউনুস আলী সরকার, সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মেকুলছুম স্মৃতি, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সাম্স-উল-আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ জেলা ও উপজেলা ১৪ দলের নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।