বগুড়া: বিএনপি-জামায়াতের ধ্বংসাত্বক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন।
রোববার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সাতমাথায় দলীয় কার্যায়ের সামনে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন ধ্বংসাত্বক কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। শুধু তাই নয়, তাদের কর্মকাণ্ড দেখে মনে হয়, দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে তারা।
এসময় তিনি আন্দোলনের নামে ভাংচুর ও নাশকতার বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এরপর দুপুর পৌনে ১টার দিকে দলটি দেশ জুড়ে ২০ দলীয় জোটের হরতাল-অবরোধসহ ভাংচুর ও নাশকতার প্রতিবাদে একটি মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, বগুড়া জেলা পরিষদ প্রশাসক আওয়ামী লীগ নেতা ডা. মকবুল হোসেন, প্রদীপ কুমার রায়, আইনুল হক সোহেল, আখতারুজ্জামান ডিউক, এ.এইচ. আজম খান, শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন, যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান রনি, জেলা শ্রমিকলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, যুবলীগ নেতা আমিনুল ইসলাম ডাবলু, শুভাশীষ পোদ্দার লিটন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা, জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজি জুয়েল, সাধারণ সম্পাদক মাশরাফি হিরোসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫