ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেফতারে নিন্দা ছাত্রদলের

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেফতারে নিন্দা ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান

ঢাকা: দেশব্যাপী ছাত্রদল নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ নিন্দা জানান।


 
নেতৃদ্বয় বলেন, এই অবৈধ সরকার এখন স্বৈরশাসকের মতো আচরণের শেষ সীমায় এসে পৌঁছেছে। তারা নিজেদের প্রভু ভাবছে, আর দেশের জনগণকে ভৃত্য। যেহেতু তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি তাই জনগণের ওপর তাদের স্বৈরাচারী আচরণ দিন দিন প্রকট হচ্ছে।

তারা আরও বলেন, এ দেশের মানুষ কোনো দিন স্বৈরশাসন মেনে নেয়নি। আর ভবিষ্যতেও মেনে নেবে না। তাই অবিলম্বে দেশবাসী ও ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বুকে পাথরের মতো চেপে বসা অবৈধ সরকারের পতন ঘটানো হবে।

তারা আরও বলেন, মাদারীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান ওহিদকে পুলিশ না পেয়ে তার বাসা থেকে তার মা, বোন ও স্ত্রীকে নির্যাতন করে থানায় নিয়ে গেছে। এ চিত্র এখন পুরো বাংলাদেশের বলেও দাবি করেন তারা।

এদিকে, রোববার অবরোধের সমর্থনে জনগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আবদুল জলিল, আসিফ রায়হান বিপ্লব ও গোলাম মোস্তফার নেতৃত্বে একটি মিছিল হয়েছে রাজধানীর পুরান ঢাকায়।

কাকরাইলেও অবরোধের সমর্থনে এদিন মিছিল করে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদল। মছিলে উপস্থিত ছিলেন, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও.বি আজাদ চৌধুরি নাহিদ, যুগ্ম সম্পাদক জয়নুল আবেদিন রাফি, সহ-সাংগঠনিক রাসেদুল ইসলাম প্রমুখ। যাত্রাবাড়ী থানা ছাত্রদলের নেতা শামিম মাহমুদ ও ৮৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও ৮৫নং ওয়ার্ড ছাত্রনেতা ইব্রাহীম ও আকাশের নেতৃত্বে ধলপুর-যাত্রাবাড়ী বিশ্বরোডেও অবরোধের সমর্থনে মিছিল হয়েছে।

এছাড়া, অন্য এক বিবৃতিতে নেতৃদ্বয় অবরোধ পালন করায় সকল ছাত্রদল নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। এছাড়া চলমান অবরোধ কর্মসূচি সফল করার জন্য সকল নেতা-কর্মীর অংশগ্রহণ চলমান রাখার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।