ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ফটো সেশনে সীমাবদ্ধ জামায়াতের কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
বগুড়ায় ফটো সেশনে সীমাবদ্ধ জামায়াতের কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে রোববার (১৮ জানুয়ারী) ফটোশেসনের মধ্যে কর্মসূচি সীমাবদ্ধ রেখেছে জামায়াতে ইসলামী।

বেলা ১১ পর্যন্ত শহরে বিএনপি ও যুবদল মিছিল-সমাবেশ করলেও তখনও দেখা মেলেনি জোটের অন্যতম প্রধান শরীক দলটির।



তবে রোববার বিকেল ৪ টা ৫৩ মিনিটে জামায়াত ইসলামীর শহর শাখার প্রচার বিভাগ থেকে শাহীন মিয়া স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়েছে, ২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে শহরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পিকেটিং করে জামায়াতে ইসলামী।

বিবৃতিতে দাবি করা হয়, সকাল ৮ টায় শহরের চারমাথায়, ৯ টায় শেরপুর রোড কলোনি এবং সোয়া ১০ টায় সাবগ্রাম এলাকায় জামায়াত-শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় । এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টিকালে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন বলেও দাবি করা হয়েছে পাঠানো বার্তায়।

তবে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, শহরে জামায়াত-শিবিরের মিছিল বা অবরোধের বিষয়টি তাদের জানা নেই।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি  ১৮,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।