বগুড়া: বগুড়ায় অবরোধ কর্মসূচিতে সরকারি কাজে বাধা দেওয়া এবং বিস্ফোরণ ঘটিয়ে পুলিশকে আহত করার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সিনিয়র সদস্য রেজাউল করিম বাদশা এবং সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ ৫২ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলায় ঘটনার দিন আটক ১৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে মাটিডালী বিমানমোড়ে মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন শেষে যাওয়ার পথে অবরোধকারীরা সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশ কনস্টেবল হাসান ও পথচারী শামীম আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ৯ রাউন্ড গুলি ছোড়ে।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫