ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে মোতায়েন অতিরিক্ত পুলিশ, পুলিশ ভ্যান ও জলকামান সরিয়ে নেওয়া হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) রাত ২টা ৫০ মিনিটের দিকে এসব সরিয়ে নেওয়া হয়।
বর্তমানে সেখানে একজন উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে সাত জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বাংলানিউজকে জানান, অন্যান্য স্বাভাবিক দিনে যে সংখ্যক পুলিশ মোতায়েন থাকে বর্তমানে সেই সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
৩ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন তার রাজনৈতিক কার্যালয়ে হাজির হয়ে আন্দোলনের ডাক দিয়ে সেখানেই অবস্থান নেন। পর দিন সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি ইট, বালু, সুরকি ও পাথরভর্তি ১৩টি ট্রাক রাখা হয়। এরপর ৫ জানুয়ারি রাত ৯টার দিকে ১১টি ট্রাক সরিয়ে নেওয়া হয়।
পরে, ১১ জানুয়ারি দ্বিতীয় দফায় দুপুরে সেখানে মাটি, ইট ও বালুভর্তি ৭টি ট্রাক রাখা হলেও রাতেই সরিয়ে নেওয়া হয়।
১২ জানুয়ারি সকালে গুলশানে খালেদার রাজনৈতিক কার্যালয়ের সামনেও বিপুলসংখ্যক পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নেয়। এদিন কার্যালয়ের সামনের সড়কের উত্তর পাশে পুলিশের বড় দু’টি ভ্যান এবং কার্যালয়ের সড়কের দক্ষিণ পাশে আড়াআড়িভাবে একটি জলকামান রাখা হয়।
বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫