ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজবাড়ীতে পিকেটার শূন্য হরতাল, আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
রাজবাড়ীতে পিকেটার শূন্য হরতাল, আটক ৮

রাজবাড়ী: রাজবাড়ীতে সোমবার (১৯ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকে মাঠে নেই ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। তবে নাশকতার আশঙ্কায় বিএনপির আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।



বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ১৬ দিন ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে ও সারাদেশে ২০ দলীয় জোট নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ী জেলা বিএনপির ডাকে এ হরতাল চলছে।

দুপুর পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলাচল করছে। এছাড়া শহরে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।

নাশকতা রোধে শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।

এদিকে হরতালে নাশকতার আশঙ্কায় রাজবাড়ী সদর থানায় ছয়জনকে, বালিয়াকান্দি থানায় একজনকে ও কালুখালি থানায় একজনকে আটক করা হয়েছে।

শনিবার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অবরোধের সমর্থনে মিছিল পরবর্তী সমাবেশে থেকে সোমবারের হরতালের ডাক দেন।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।