ফেনী: ফেনীতে পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান, সিএনজি চালিত অটোরিকশাসহ অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা।
সোমবার দুপুর ১২টার দিকে ফেনীর বড় পাইকারি বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে জানান, শহরের তাকিয়া রোড ও ইসলামপুর রোডের বড় বাজারের পাইকারি আড়তে সকালে ট্রাক ও পিকআপ ভ্যান থেকে পণ্য নামানো হচ্ছিল।
দুপুর ১২টার দিকে একদল অবরোধকারী লাঠি হাতে বাজারে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ট্রাক, পিকআপ ভ্যান ও অটোরিকশাসহ অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করে।
ভাঙচুরকৃত পরিবহনগুলোতে চাউল, আটা, মসুরের ডাল, চিনি, লবণ, পেঁয়াজসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ভাঙচুরের ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহিনুর ইসলাম বাংলানিউজকে জানান, পুলিশের ধাওয়া খেয়ে পিকেটাররা পালিয়ে যায়। ভাঙচুরের পর থেকে ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫