ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের সঙ্গে র‌্যাব

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের সঙ্গে র‌্যাব ফাইল ফটো

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের তালা খুলে দেওয়া হলেও, এখন তালাবদ্ধ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

সোমবার (১৯ জানুয়ারি) ভোর থেকেই পোশাকধারী পুলিশের সঙ্গে যোগ হয়েছে র‌্যাব।

প্রস্তুত রয়েছে এপিসি কার, প্রিজন ভ্যান, সাঁজোয়া যান ও পুলিশ ভ্যান। পাশাপাশি যোগ হয়েছে তিন গাড়ি র‌্যাব।

বিএনপি কার্যালয়ের সামনে দায়িত্বরত নয়াপল্টন থানার উপ পরিদর্র্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুষ্কৃতিকারীরা যাতে গাড়িতে পেট্রোল বোমা মারতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর ‍আগে, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গত ৩ জানুয়ারি মধ্যরাতে কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

সেসময় বের করে দেওয়া হয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের। এরপর থেকেই নেতাকর্মীরা কার্যালয়ে আসেন না বলে জানা গেছে।

রিজভীকে আটকের পর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। পরের রাতে হাসপাতাল থেকে বেরিয়েই আত্মগোপন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।