ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, জানুয়ারি ১৯, ২০১৫
দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মী গ্রেফতার

দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আসামিসহ বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার গভীর রাত থেকে সোমবার দুপুর ১২টা র্পযন্ত এ অভিযান চালানো হয়।



দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান আলী বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ৮ ও জামায়াতের ৫ নেতাকর্মী রয়েছেন। দুপুরেই তাদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।

দিনাজপুর পুলিশ সুপার রুহুল আমিন বাংলানিউজকে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে নাশকতাকারীদের গ্রেফতারে করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া অবরোধে নির্দিষ্ট পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে বিজিবি ও র‌্যাব।

সন্ধ্যার পর প্রতিদিন বিশেষ নিরাপত্তা দিয়ে মাল বোঝাই ট্রাকসহ সব প্রকার যান তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।