ঢাকা: হরতাল-অবরোধ জনগণের স্বাধীনতা হরণ করে। এ ধরনের কর্মসূচি সাংবিধানিক অধিকার না হওয়ায় একে ‘বেআইনি’ ঘোষণার দাবি জানানো হয়েছে।
প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) চেয়ারম্যান ড. ফেরদৌস আহমদ কোরেশী এ দাবি জানান।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে ‘বর্তমান রাজনৈতিক সংকট ও উত্তরণ প্রসঙ্গ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
স্বাধীন দেশে হরতাল-অবরোধ ডেকে জানমালের ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণারও দাবি জানান তিনি।
রাজনৈতিক সংকট পুলিশি ব্যবস্থায় সরকার মোকাবেলা করতে চাইছে অভিযোগ করে তিনি বলেন, এর ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।
নিত্যদিন হরতাল-অবরোধ ডেকে চোরাগোপ্তা হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়া গণবিরোধী ও আত্মঘাতী প্রক্রিয়া বলে মনে করেন কোরেশী।
নির্বাচন পদ্ধতি পরিবর্তন, স্বাধীন নির্বাচন কমিশন গঠন ও প্রোজেশন মিটিং করার দাবি জানান তিনি।
তিনি বলেন, নির্বাচন পদ্ধতি ও ব্যবস্থাপনা দু’টোই ক্রটিপূর্ণ। যার ফলে কারচুপি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার সুযোগ থাকে। প্রচলিত পদ্ধতির চেয়ে আনুপাতিক পদ্ধতি প্রবর্তন করতে হবে।
বর্তমান পরিস্থিতিতে শীর্ষ পর্যায়ে সংলাপ দাবি করেন কি-না এমন প্রশ্নের উত্তরে কোরেশী বলেন, শীর্ষ পর্যায়ে সংলাপে কোনোদিন সমাধান হয় না।
সংবাদ সম্মেলনে পিডিপি’র ঢাকা মহানগর আহ্বায়ক অধ্যক্ষ বদিউল আলম, সদস্য সচিব মাসুদুজ্জামান, উত্তরবঙ্গের সমন্বয়ক অধ্যাপক বশির আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫