ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে আ’লীগ কার্যালয়ে ভাংচুর-অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
ময়মনসিংহে আ’লীগ কার্যালয়ে ভাংচুর-অগ্নিসংযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলা যুবলীগের নব গঠিত কমিটি বাতিলের দাবিতে আওয়ামী লীগের সাবেক সাংসদ রেজা আলীর আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় ক্ষুব্ধ যুবলীগ নেতাকর্মীরা। ‍

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটনায় তারা।



অবিলম্বে এ পকেট কমিটি বাতিল করা না হলে ক্ষুব্ধ যুবলীগ নেতাকর্মীরা ত্রিশালে লাগাতার হরতাল করারও ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ক্ষুব্ধ যুবলীগ নেতাকর্মীরা সাবেক সংসদ সদস্য রেজা আলীকে ত্রিশালে অবাঞ্চিত ঘোষণা করেন।

দলীয় সূত্র জানায়, প্রায় ৭ বছর আগে ত্রিশাল পৌরসভার বর্তমান মেয়র এবি এম আনিসুজ্জামানকে সভাপতি ও হুমায়ুন কবির আকন্দকে সাধারণ সম্পাদক করে ত্রিশাল উপজেলা যুবলীগের কমিটি গঠিত হয়। বিরোধী দলের চলমান আন্দোলন সংগ্রাম দমনে এ কমিটি সক্রিয় থাকলেও রোববার (১৮ জানুয়ারি)  রাতে আকস্মিকভাবে এ কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় কমিটি।

একই সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকারের ছেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েলকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এ খবরে বিক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা।

সোমবার দুপুরে তারা উপজেলার মাদানী সিএনজি ষ্টেশনের উল্টো দিকে দলীয় সাবেক সংসদ সদস্য রেজা আলীর নিয়ন্ত্রণাধীন উপজেলা আওয়ামী লীগের একাংশের কার্যালয়ের চেয়ার-টেবিল ভাংচুর করে।

যোগাযোগ করা হলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, তারা কার্যালয়ের সামনের রাস্তায় কার্যালয়ের চেয়ার-টেবিল বের করে অগ্নিসংযোগ করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

উপজেলা যুবলীগের আগের কমিটির সভাপতি, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আকন্দ অভিযোগ করেন, জেলা কমিটির নেতৃবৃন্দকে না জানিয়ে ২০ ল‍াখ টাকা লেনদেনেকে কেন্দ্র থেকে অযোগ্য ও বিতর্কিত ছাত্রলীগ নেতাকে আহবায়ক করে কমিটি গঠন করা হয়েছে। এটা সংগঠনের গঠনতন্ত্র বিরোধী।

তারা বলেন, জেলার কাউন্সিলের জন্য উপজেলার আহবায়ক কমিটি হতে হবে ৩৬ সদস্য বিশিষ্ট। কিন্তু বাণিজ্যের কারণে গঠনতন্ত্র উপেক্ষা করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। অবিলম্বে বিতর্কিত এ কমিটি বাতিল করা না হলে ত্রিশালে লাগাতার হরতালের মতো কঠিন কর্মসূচি দেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।