ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

পেট্রোলবোমায় ব্যর্থ হয়ে ষড়যন্ত্রে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
পেট্রোলবোমায় ব্যর্থ হয়ে ষড়যন্ত্রে বিএনপি ছবি :কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, পেট্রোলবোমায় ব্যর্থ হয়ে বিএনপি গভীর ষড়য়ন্ত্রে লিপ্ত হয়েছে। লন্ডনে বসে এ ষড়যন্ত্র করা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, যতোই ষড়যন্ত্র করেন, আমরা তাতে আছাড় খাবো না।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মতিঝিল সোনালী ব্যাংক চত্বরে জামায়াত-বিএনপির জ্বালাও পোড়াও, ভাঙচুর, পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও শিক্ষা জীবন ধ্বংসের প্রতিবাদে জাতীয় পতাকা মিছিলে অংশ নেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।

মিছিলটির আয়োজন করেছে শ্রমিক-কর্মচরী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।

মন্ত্রী বলেন, ২০ দল দেশের স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে। লন্ডনে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। যখন দেশের মানুষ পেট্রোলবোমা হামলা ব্যর্থ করে দিয়েছে, তখন তারা আরো গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

বিএনপি-জামায়াত দেশে গণহত্যা চালাচ্ছে মন্তব্য করে শাজাহান খান বলেন, এ সময় কারও ঘরে বসে থাকলে চলবে না। সবাইকে সম্মিলিতভাবে এ ষড়যন্ত্র রুখে দিতে হবে।

পতাকা মিছিলে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং বিদ্যুৎ ও পানি উন্নয়ন বোর্ডের শ্রমিক-কর্মচারিরা অংশ নেন। পতাকা মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।