জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বুধবার (৬ আগস্ট) সারাদেশে বিজয় র্যালির আয়োজন করেছে বিএনপি।
ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন’ ঘটে, এই ঐতিহাসিক ঘটনার এক বছরপূর্তিতে দলটি দিবসটিকে স্মরণ করছে বিজয়ের প্রতীক হিসেবে।
মঙ্গলবার (৫ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগামী বুধবার সারাদেশের জেলা ও মহানগরে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।
ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হবে। এতে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন। অংশগ্রহণকারী জেলা ও মহানগরের মধ্যে রয়েছে, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, গাজীপুর জেলা ও মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।
বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের সবস্তরের নেতাকর্মীদের যথাসময়ে র্যালিতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এসবিডব্লিউ/এএটি