ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

হরতাল-অবরোধের বিরুদ্ধে সাদা পতাকা মিছিল

স্টাফ করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
হরতাল-অবরোধের বিরুদ্ধে সাদা পতাকা মিছিল ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হরতাল-অবরোধের বিরুদ্ধে সাদা পতাকা  নিয়ে মিছিল করেছে বাংলাদেশ পণ্য পরিবহন মালিক সমিতি ও ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি সমিতি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।



এ সময় সংগঠন দুটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে হাজী আমানুল্লাহ, হাজী এম এ মান্নান, আব্দুর রউফ হুমায়ুন ও বরন বড়ুয়া উপস্থিত ছিলেন।

তারা বলেন, হরতাল-অবরোধে তাদের সংগঠনভূক্ত ৮ট গাড়িতে অগ্নিসংযোগ ও ৫০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে তাদের  ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে আমরা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ক্ষতিপূরণ পাইনি।

এমনকি ২০১৩ সালেও আমাদের অনেক গাড়ি ভাঙচুর করা হয়েছে, তারও কোনো ক্ষতিপূরণ পাইনি।

সংগঠনের নেতারা বলেন, ৮শ থেকে ১ হাজার কাভার্ড ভ্যানের মাধ্যমে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিনি নিত্য প্রয়োজনীয় পণ্য রফতানি করে থাকি।

যারা জ্বালাও পোড়াও করে তাদের উদ্দেশে নেতারা বলেন, আমরা যদি পণ্য পরিবহণ বন্ধ করে দেই আপনারা না খেয়ে মরবেন। পণ্য পরিবহনে বাধা সৃষ্টি করে আমাদের রাস্তায় নামাবেন না।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।