ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

ক্ষমতায় থাকলে নীতি বাক্য, না হলে আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ক্ষমতায় থাকলে নীতি বাক্য, না হলে আন্দোলন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না বলেছেন, বিরোধী দলের নেতা হিসেবে শেখ হাসিনা ও খালেদা জিয়ার ভাষা একরকম। ক্ষমতায় থাকলে অনেক নীতি বাক্য আর না থাকলে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করা।



বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত ‘চলমান রাজনৈতিক সংকট: আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দেশের মানুষ এমন সঙ্কটে কখনও পড়েনি মন্তব্য করে মান্না বলেন, ৪৫ দিন হয়ে গেলো। আরও কতদিন পর একটি সুষ্ঠু সমাধান হবে কেউ জানে না। শেখ হাসিনাও জানে না, খালেদা জিয়া তো দূরের কথা।

তিনি বলেন, এই সরকার ভোটের সমুদ্র চুরি করে ক্ষমতায় থেকে গণতন্ত্রের বিকাশ সন্ত্রাসে করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার ২০১৪ সালে ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন করেছে। আর জাতীয় পার্টির ১৯৮৮ সালের এবং বিএনপির ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচন ভুয়া ছিল।

নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় আরো উপস্তিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, জেএসডির সহ-সভাপতি এমএ গোফরান, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, আহমেদ পলক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।