ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

আরো হরতাল দেবে বিএনপি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
আরো হরতাল দেবে বিএনপি সালাহ উদ্দিন আহমেদ

ঢাকা: ক্ষমতাসীনরা ক্ষমতা না ছাড়লে চলমান অবরোধের পাশাপাশি আরো হরতাল দেবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সপ্তাহের সব কর্মদিবসব্যাপী হরতালের শেষ দিন বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কথা জানান।



বিবৃতি তিনি বলেন, নির্দলীয় সরকার ব্যবস্থায় নির্বাচনের লক্ষে জাতিসংঘসহ সকল পক্ষের অর্থবহ সংলাপের উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

এছাড়া বিবৃতিতে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহবান জানান সালাহ উদ্দিন আহমেদ।

সাল‍াহ উদ্দিন বলেন, সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই-গণতন্ত্র মু্ক্তির এই আন্দোলনে ভোটের অধিকার, মৌলিক ও মানবাধিকার আদায়সহ সকল ন্যায্য দাবি আদায়ের অপ্রতিরোধ্য গণজোয়ারকে স্তব্ধ করা যাবে না। গণমানুষের ন্যায্য আকাঙ্খাকে প্রতিহিংসার স্টিম রোলার দিয়ে কখনও দাবানো যায় না। সরকারি জুলুম-নির্যাতনের মাত্রা যত বাড়ছে দ্রোহের অগ্নি স্ফুলিঙ্গ ততো দ্রুতগতিতে দাবানলে পরিণত হচ্ছে। আন্দোলনের চুড়ান্ত পর্যায়ে জনগণের স্বত:স্ফুর্ত বিদ্রোহই সরকারের পতন তরান্বিত করবে।

তিনি বলেন, গত মঙ্গলবার রাতে যশোরের মনিরামপুরে পুলিশ ক্রসফায়ারে হত্যা করেছে বিএনপি কর্মী আবু সাঈদ ও বজলুর রহমানকে। সারাদেশে ২০ দলীয় জোটের অসংখ্য নেতা-কর্মীকে গুলি করে পঙ্গু বানানো হচ্ছে প্রতিদিন, গুম করে ফেলা হচ্ছে অসংখ্য নেতা-কর্মীকে। এ পর্যন্ত প্রায় বিশ হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমরা এসকল ঘৃণ্য হত্যাকাণ্ড, বন্দুকবাজি ও গ্রেফতারের নিন্দা এবং প্রতিবাদ জানাই। ক্ষমতার পট পরিবর্তন হলে এসকল জঘন্য কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধ আদালতে বিচার করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।