ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

ফকিরাপুলে মির্জা আব্বাসের আত্মীয় অপহৃত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ফকিরাপুলে মির্জা আব্বাসের আত্মীয় অপহৃত মাজেদুর রশিদ

ঢাকা: রাজধানীর পল্টন এলাকা থেকে মাজেদুর রশিদ নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। অপহৃত মাজেদুর ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাসের নিকটতম আত্মীয়।

 

এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে পল্টন থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন মাজেদুরের স্ত্রী আম্বিয়া খাতুন বিথী।

জিডিতে তিনি বলেন, মাজেদুর ডিইপিজেড এলাকায় এক্সপোর্টের ব্যবসা করেন। তার ক্যুরিয়ার সার্ভিসেরও ব্যবসা রয়েছে। স্থানীয় একটি মসজিদের কমিটি ও অর্থ সংক্রান্ত বিষয়ে স্থানীয় কিছু লোকের সঙ্গে তার বিরোধ রয়েছে। তারাই তাকে অপহরণ করিয়েছে।   স্বার্থান্বেসীদের সঙ্গে তার বিরোধ রয়েছে। তারা মাজেদুরের বিরুদ্ধে একটি মামলাও করেছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।