ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

ককটেল বিস্ফোরণ করে পালাবার সময় দুই যুবককে গণপিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ককটেল বিস্ফোরণ করে পালাবার সময় দুই যুবককে গণপিটুনি ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর শাহবাগ দোয়েল চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের গণপিটুনির শিকার হয়েছেন দুই হরতাল-অবরোধ সমর্থনকারী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পরে রাত ৮টার দিকে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহমান।

গণপিটুনির শিকার ওই দুই যুবক হলেন- নোমান (২১) ও শেখ রাব্বি (১৯)। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদের জন্য চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবকের নিক্ষেপ করা ককটেলে শাহীদুল ইসলাম (২৭) নামে এক রিকশা চালক আহত হন। তারা ককটেল নিক্ষেপ করে পালাতে গিয়ে স্থানীয়রা গণপিটুনি দেয়।

** রাজধানীতে ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।