ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়াকে দেখে গেলেন লিভারের চিকিৎসক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৪, ফেব্রুয়ারি ২০, ২০১৫
খালেদা জিয়াকে দেখে গেলেন লিভারের চিকিৎসক ছবি: রাজিব/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গেছেন অ্যাপলো হাসপাতালের চিকিৎসক প্রফেসর মুজিবুর রহমান ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে গ্যাস্ট্রোঅ্যান্টারোলজি অ্যান্ড হ্যাপাটোলজি বিভাগের এই প্রফেসর তাকে দেখতে যান।



পরে রাত পৌনে ১২টার দিকে কার্যালয় থেকে বের হন চিকিৎসক মজিবুর রহমান ভূঁইয়া।

এসময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বাংলানিউজকে জানান, ‘ম্যাডাম ভালো আছেন, এর বেশি কিছু বলা যাচ্ছে না। ’

গুলশান কার্যালয় গেটে দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক উপ-পরিদর্শক(এসআই) বলেন, মজিবুর রহমান এবারই প্রথম খালেদা জিয়াকে দেখতে এসছেন।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫ আপডেট: ০৩১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।