ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

সিলেটে ১৪ দলের গণমিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৫, ফেব্রুয়ারি ২০, ২০১৫
সিলেটে ১৪ দলের গণমিছিল

সিলেট: দেশব্যাপী বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ ও হরতালের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল বের করবে আ’লীগ নেতৃত্বাধীন ১৪-দল।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে এ মিছিল বের করা হবে।



মিছিলে অংশ নিতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আহবান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।