ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

রাজনীতি

ক্রসফায়ারে নিহত জনির শিশু বাচ্চাকে খালেদার উপহার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, মার্চ ৩১, ২০১৫
ক্রসফায়ারে নিহত জনির শিশু বাচ্চাকে খালেদার উপহার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্রসফায়ারে নিহত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনির শিশু বাচ্চার জন্য নানা ধরনের উপহার পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (৩০ মার্চ) রাতে জনির খিলগাঁওয়ের বাসায় খালেদা জিয়ার উপহার সামগ্রী পৌঁছে দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।



উপহার পেয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি জনির পরিবারের সদস্যরা। আবেগাপ্লুত কন্ঠে তারা খালেদা জিয়ার প্রতি কতৃজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে তারা জনি হত্যার বিচার দাবি করেন।

খালেদা জিয়ার পাঠানো উপহারের মধ্যে ছিলো-  বাচ্চার ঘুম‍ানোর জন্য বিশেষ খাট, দোলনা, ক্লথ ও ড্রেসসহ প্রয়োজনীয় প্রায় সব কিছু।

জনির বাবা ইয়াকুব আলী কেঁদে কেঁদে বলেন, ম্যাডামের উপহার পেয়ে কত যে খুশি হয়েছি, তা বলে বুঝাতে পারবো না। আমার মেয়ে কিছু দিন আগে চোখের পানি মুছতে মুছতে বলতেছিল, জনি বেঁচে থাকলে বাবুর জন্য কত কিছু যে কিনে নিয়ে আসতো। ম্যাডাম আমাদের ভোলেননি। আমরা তার প্রতি কৃতজ্ঞ।
 
ইয়াকুব আলী সন্তানকে হারিয়ে এখনো পাগল প্রায়। তিনি বলেন, কেন আমার নিরপরাধ ছেলেকে মারা হলো। তার তো কোনো অপরাধ ছিল না। আমি এর বিচার চাই। আল্লাহ যেন এর বিচার করেন।

এ সময় জনির স্ত্রী ফাতেমাতুজ জোহরা তুলি শিশু বাচ্চা নাজিবুজ্জামান নহরকে কোলে নিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন। কোনো কথাই বলতে পারছিলেন না তিনি।

আবদাল আহমেদ পরিবারের সদস্যদের এসময় স্বান্ত¦না দিয়ে বলেন, আপনারা ধৈর্য্য ধরুন। ম্যাডাম বলেছেন, আপনাদের এই ত্যাগ বৃথা যাবে না।  

ছাত্রদল নেতা জনি গত ২০ ফেব্রুয়ারি গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জন। নিহত হওয়ার মাস খানেক পর জন্ম হয় নহরের।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।