ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

রাজনীতি

এখনই তাণ্ডবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, মার্চ ৩১, ২০১৫
এখনই তাণ্ডবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ছবি: দিপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, এখনই তাণ্ডবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা না হলে দেশ সঠিকভাবে চলতে পারবে না।



মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রে মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৮ বীর নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ৭৫ এর ঘাতকরা এখনও ঘাপটি মেরে বসে আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ তারাই এখনও দেশে নানাভাবে তাণ্ডব চালাচ্ছে।

জিয়াউর রহমানের কড়া সমালোচনা করে এইচ টি ইমাম বলেন, যারা মানুষকে জবাই করেছে সেই সব ঘাতকদের জিয়া সম্পদ ঢেলে দিয়েছেন। সেই ঘাতকরাই এখন তাণ্ডব চালাচ্ছে।

অনুষ্ঠানে ৮ বীর নারীকে সম্মাননা দেওয়া হয়। এরা মুক্তিযুদ্ধের সময় নানাভাবে অবদান রেখেছেন।

৮ বীর নারী হলেন, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরির স্ত্রী শ্যামলী নাছরিন চৌধুরি, সর্বদলীয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সদস্য সচিব
আজিজুল হক বকুলের স্ত্রী আমিনা বেগম মিনা, ছাত্র ইউনিয়নের নেত্রী কাজী রোকেয়া সুলতানা রাকা, মহিলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য ফরিদা খানম সাকী।
এছাড়া সংসদ সদস্য  কর্নেল (অব.) শওকত আলীর স্ত্রী মাজেদা শওকত  আলী,যশোরের বাঘের পাড়ার হালিমা খাতুন, পাবনার  শিরিন বানু মিতিল ও বাগের
হাটের ডা. মাখদুমা নার্গিসকে সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।