গোপালগঞ্জ: মেহেদী হাসান মুনকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (০৩ এপ্রিল) জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এছাড়া কোটালীপাড়া পৌর ছাত্রলীগ ও শেখ লুৎফর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটিও গঠন করা হয়েছে।
পৌর কমিটিতে চৌধুরী সেলিম আহমেদ ছোটনকে সভাপতি ও আলীমুজ্জামান জামিরকে সাধারণ সম্পাদক এবং কলেজ কমিটিতে স্বপন তালুকদারকে সভাপতি ও বাঁধন হাজরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘোষিত কমিটির নেতারা পূর্ণাঙ্গ কমিটি করবেন। এ কমিটির মেয়াদ হবে এক বছর।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫