ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে!
শুক্রবার (০৩ এপ্রিল) দুপুর থেকে কার্যালয়ের আশপাশে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। ছিলনা কোনো পুলিশ ভ্যানও।
কার্যালয়ের আশ-পাশের দোকান-পাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন জানান, দুপুরের পর থেকে বিএনপি কার্যালয়ের সামনে ও আশপাশে পোশাকধারী কিংবা সাদা পোশাকের কোনো পুলিশ সদস্যকে দেখেননি তারা।
এমনকি সাদা পোশাকের কোনো কর্মকর্তাকেও আনাগোনা করতে দেখা যায়নি। তবে পূর্ব ঘোষণা ছাড়া পুলিশি পাহারা সরিয়ে নেওয়া হলেও কার্যালয়ের কোনো কর্মকর্তা কিংবা দলীয় নেতাকে সেখানে যেতে দেখা যায়নি।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তোফায়েল আহমেদ বাংলানিউজকে বলেন, এখানে পুলিশি টহল কেন রাখা হয়নি তা বলার এখতিয়ার আমার নেই। ডিএমপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্তরাই ভালো বলতে পারবেন।
‘তবে এখন কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা না থাকায় এখানে পুলিশ নেই’ বলেও মনে করেন তিনি।
তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন বিভাগের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েনও করা হয়নি, প্রত্যাহারের বিষয়ও নেই।
‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়, আর কোনো প্রয়োজনীয়তা না থাকলে পুলিশ থাকে না,’ যোগ করেন তিনি।
এ বিষয়ে সরকারি কোনো নির্দেশনা আছে কিনা-এমন প্রশ্নের জবাবে ডিসি আনোয়ার হোসেন বলেন, আমার বিষয়টি জানা নেই, ডিএমপির মিডিয়া সেলের কর্মকর্তারাই ভালো জানবেন।
এদিকে নয়াপল্টনে গিয়ে দেখা যায়, তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের ভেতরে পুরানো পত্রিকাসহ আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। টানা তিনমাস সেখানে কোনো মানুষ না যাওয়ায় মাকড়শা জাল তৈরি করেছে দেয়ালে।
তবে যোগাযোগ করা হলে নেতারা জানিয়েছেন, শুক্রবার বিকালেই কার্যালয়ে যাবেন তারা।
জাতীয়তাবাদী তাঁতীদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু বাংলানিউজকে বলেন, আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। তবে আমরা আজ (শুক্রবার) বিকালেই কার্যালয়ে যাবো।
এর আগে গত ৩ জানুয়ারি রাতে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দলটির কার্যালয় থেকে আটক করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে গোয়েন্দা পুলিশ।
ওই সময়ই মূল ফটকে তালা দিয়ে বিএনপি কার্যালয় সিলগালা করে দেওয়া হয়। সার্বক্ষণিক পুলিশি টহল জোরদারের পাশাপাশি বাড়ানো হয় আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিও।
পরবর্তীতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকেই দলীয় কার্যক্রম চালানো হয়।
৫ জানুয়ারি দশম জাতীয় নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচিকে কেন্দ্র করে নিজের রাজনৈতিক কার্যালয়ে ৩ জানুয়ারি থেকে অবস্থান করছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫