ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

রাজনীতি

রোববার সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, এপ্রিল ৩, ২০১৫
রোববার সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঢাকা: সিলেটে বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বেচ্ছাসেবক দলের মিছিলে হামলার প্রতিবাদে রোববার (৫ এপ্রিল) দেশের সব জেলা, উপজেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (৩ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।



সংগঠনের দপ্তর সম্পাদক মো. আক্তারুজ্জামান বাচ্চুর স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার রক্ষায় গড়ে উঠা তীব্র গণআন্দোলন চলছে। আর সরকারের পুলিশ বাহিনী নির্মম দমন-পীড়ন, গুলি চালিয়ে গণতন্ত্রকামী মানষের আন্দোলনকে স্তব্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে।

বিবৃতিতে স্বেচ্ছাসেবক দল নেতারা অবিলম্বে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সন্ধান এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করার দাবি জানান। পাশাপাশি সরকারকে পদত্যাগ করে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।