ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

রাজনীতি

সিটি নির্বাচনে প্রার্থীদের হয়রানির অভিযোগ এনডিপির

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, এপ্রিল ৩, ২০১৫
সিটি নির্বাচনে প্রার্থীদের হয়রানির অভিযোগ এনডিপির

ঢাকা: ‘সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীর বাড়িতে পুলিশি তল্লাশি চলছে। তাদের আসবাবপত্রে ভাঙচুর চালানো হচ্ছে।

এমনকি প্রার্থীদের না পেয়ে তাদের পরিবার-পরিজনকেও আটক করে হয়রানি করা হচ্ছে’ বলে অভিযোগ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা।

শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ১১টায় এনডিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগরের যৌথ কর্মী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

২০ দলীয় জোটের অন্যতম শরিক দল এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, ‘ফৌজদারি আইনে আদালতে অভিযুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রতিটি নাগরিক যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আইন-শৃঙ্খলা বাহিনী ফৌজদারি আইনের দোহাই দিয়ে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করছে। এমনকি নির্বাচন কমিশনারের এলাকা থেকেও প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে’।

তিনি আরও অভিযোগ করেন, ‘নির্বাচন কমিশনের অফিস থেকে মনোনয়নপত্র বাছাই চলাকালে ২৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীকে মামলার কথা বলে আটক করেছে পুলিশ। এছাড়া হাজারীবাগ থানার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তানভীর হাসান খান প্রিন্স মনোনয়নপত্র সংগ্রহ করেও পুলিশি হয়রানির কারণে জমা দিতে পারেনি। অথচ নির্বাচন কমিশনার নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে। নির্বাচন কমিশনারের উচিত সব অনিয়মের দায়-দায়িত্ব স্বীকার করে, অবিলম্বে পদত্যাগ করা’।

এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনডিপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট গাজী রবিউল ইসলাম সাগর, ক্বারী আবু তাহের, হাবিবুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জামিল আহমেদ, দফতর সম্পাদক মো. মুছা, প্রচার সম্পাদক রাজু আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক শামসুল আলম, স্বেচ্ছাবিষয়ক সম্পাদক আলম হোসেনসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।