ঝিনাইদহ: ঝিনাইদহে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের নাথকুন্ডু গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আব্দুল মতিন, কামাল হোসেন, সোহাগ হোসেন, জুলহক, নজির মিয়া, কাশেম আলী, আনার উদ্দিন ও লিটন হোসেনের নাম জানা গেছে।
তারা সবাই নাথকুন্ডু গ্রামের বাসিন্দা। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাগান্না ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরুন মিয়া ও বিএনপি নেতা ওলিয়ার মেম্বরের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫