ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নির্বাচনী প্রচারণায় আফরোজা আব্বাস

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২০, এপ্রিল ১৭, ২০১৫
নির্বাচনী প্রচারণায় আফরোজা আব্বাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা শুরু করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

শুত্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজধানীর কামরাঙ্গীর চর এলাকার ঝাউহাটী থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন।



এ সময় আফরোজা আব্বাস ওই এলাকার বাসাবাড়ি ও দোকানে মির্জা আব্বাসের সালাম পৌছ‍ান দেন এবং মগ প্রতীকে ভোট চান।   এ সময় তিনি মির্জা আব্বাসের ছবি সম্বলিত লিফলেট বিতরণ করেন।

কামরাঙ্গীর চর এলাকার নূরবাগ, মুসলিমবাগ, ব্যাটারীঘাট ও ইসলামবাগসহ এর আশাপাশের বিভিন্ন এলাকায় বেলা ২টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাবেন আফরোজা আব্বাস।  

নির্বাচনী প্রচারণায় তার সঙ্গে রয়েছেন- স্থানীয় বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম, আব্দুল বাতেন, বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী নাইমসহ বিএনপির এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এমএম/বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।