ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সবুজ ঢাকার প্রত্যাশায় আনিসুলের সাইকেল র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, এপ্রিল ১৭, ২০১৫
সবুজ ঢাকার প্রত্যাশায় আনিসুলের সাইকেল র‌্যালি ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সবুজ ঢাকার প্রত্যাশায় সাইকেল র‌্যালিতে অংশ নিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক। র‌্যালিতে তার সঙ্গে ৫০টির বেশি সাইকেল অংশ নেয়।



শুক্রবার (১৭ এপ্রিল) বেলা সোয়া ১১টায় রাজধানীর বছিলা বুড়িগঙ্গা তিন নম্বর সেতু থেকে সাইকেল র‌্যালিটি শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসে শেষ হয়।

বিডি সাইক্লিস্টের ১৫০তম ‘বাইক ফ্রাইডে’ কর্মসূচির অংশ হিসেবে র‌্যালিতে অংশ নেন আনিসুল হক।

র‌্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আনিসুল হক বলেন, মেয়র হলে দূষণমুক্ত ও সবুজ ঢাকা গড়ার চেষ্টা করবো। রাজধানীর পার্কগুলো দখলমুক্ত করবো। এছাড়া উত্তাপ কমিয়ে ঢাকাকে একটি স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলবো।  

এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শেখ বজলুর রহমান।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এমএম/এসইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।